BRAKING NEWS

আত্রেয়ী ড্যামে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যুবকের, উদ্ধার এক

বালুরঘাট, ৩০ জুলাই (হি.স.) : রবিবাসরীয় বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ দিনাজপুরে । নবনির্মীত আত্রেয়ী ড্যামে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আশঙ্কা জনক আরও এক যুবক। তার চিকিৎসা চলছে বালুরঘাট জেলা হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম হিতেশ শর্মা(২৬)। আহতের নাম সৌরভ আগরওয়াল(২৬)। দু’জনের বাড়ি বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের মারওয়াড়িপট্টিতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। রবিবার বিকেলে দু’জনেই বালুরঘাট শহরের ডাকরা এলাকায় অবস্থিত আত্রেয়ী নদীর ড্যামে স্নান করতে গেছিল। সেখানেই তাঁরা তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় মৎস্যজীবীরা একজনকে উদ্ধার করে। অন্যদিকে আরেকজনকে কিছু বাদে স্থানীয়রা উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা থাকার পরও কি করে স্নান করতে নেমেছিল ওই দুই যুবক তা নিয়ে প্রশ্ন উঠছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *