বাইখোড়ায় বাইক ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে আহত তিন

আগরতলা, ২৯ জুলাই (হি.স.) বাইক ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিনজন। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া বাজার এলাকার স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসক তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেছেন।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া বাজার এলাকায় টিআর০৮ই৫১৮৮ নাম্বারের বাইকের সাথে একটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। তাতে বাইকে থাকা তিনজন ব্যক্তি জাতীয় সড়কে ছিটকে পড়েন। ফলে গুরুতর আহত হয়েছেন ওই তিন ব্যক্তি। স্থানীয় মানুষ বিকট আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। তাঁরাই সাথে সাথে আহতদের উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানের কতর্ব্যরত চিকিৎসক আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন।