বিশালগড়ে নাশকতার আগুনে পুড়ল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ রাজনৈতিক সন্ত্রাস চলছেই বিশালগড়ে৷ শনিবার ভোরে বিশালগড় নেহালচন্দ্রনগর এলাকায় প্রাণেশ মাঝির বাড়িতে রাখা গাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়৷ আগুন দেখে বাড়ির লোকেরা চিৎকার শুরু করে৷ দমকল বাহিনী এসে আগুন নেভায়৷ ঘটনার দুই ঘণ্টা পর  ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী৷ অগ্ণিকাণ্ডে গাড়িটির সম্পূর্ণভাবে পুড়ে গেছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ আট লক্ষাধিক টাকা বলে দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছে৷ কে বা কারা গাড়িটি  আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সে ব্যাপারে অবশ্য বিস্তারিত তথ্য জানা যায়নি৷ এ ব্যাপারে বিশালগড় থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এটি একটি পরিকল্পিত নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ রাতের আঁধারে বাড়িতে ঢুকে গাড়িতে অগ্ণি সংযোগ করার ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ নাশকতামূলক ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে এলাকাবাসী দাবি জানিয়েছেন৷ পাশাপাশি এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *