দেবর ও বৌদির মধ্যে মারধরে গুরুতর আহত দু’জনেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে দেবরের মারে আহত বৌদি৷  পাল্টা প্রতিরোধে আহত দেবর৷ ঘটনা বিশালগড় থানাধীন কদমতলী এলাকায়৷ জানা গেছে দীর্ঘদিন যাবত পারিবারিক ঝামেলা চলছিল কদমতলী এলাকার আপন ভাই জাকির মিয়া এবং লিটন মিয়ার পরিবারের মধ্যে৷ অভিযোগ শুক্রবার সন্ধ্যায় একই বিষয়কে কেন্দ্র করে লিটন মিয়া লাঠি শাবল দিয়ে আক্রমণ চালায় জাকির মিয়া এবং জাকির মিয়ার স্ত্রীর উপর৷ এতে গুরতর জখম হয় জাকির মিয়ার স্ত্রী পারভিন বেগম৷ পরে জাকির মিয়া সহ বাড়ির অন্যান্যদের পাল্টা প্রতিরোধে জখম হয় লিটন মিয়া৷ পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করে দেয়৷ উভয় পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *