অসমের সাংসদ দিলীপ শইকিয়াকে অব্যাহতি, অসম থেকে কামাখ্যা তাসা বিজেপির নতুন সর্বভারতীয় সম্পাদক- নয়া দায়িত্বপ্রাপ্ত তাসাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.) : ব্যাপক সাংগঠনিক রদবদল ঘটিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব৷ অসমের মঙ্গলদৈয়ের সাংসদ দিলীপ শইকিয়াকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়ে অসম থেকে রাজ্যসভার সদস্য (সাংসদ) কামাখ্যাপ্ৰসাদ তাসাকে জাতীয় সম্পাদকের দায়িত্ব দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷

এছাড়া আজ শনিবার দলের সর্বভারতীয় মহাসচিব অরুণ সিংহ এ সম্পর্কে এক তালিকা প্রকাশ করে জানান, তেলেঙ্গানা বিজেপির প্ৰাক্তন সভাপতি বন্দি সঞ্জয় ও সাংসদ (রাজ্যসভা) রাধামোহন আগরওয়ালাকে জাতীয় সাধারণ সম্পাদক এবং দলের অন্য সর্বভারতীয় উপ-সভাপতি পদের মধ্যে নাগাল্যান্ডের এম চওবা আওকে নিয়োগ করেছেন জগতপ্রকাশ।
এদিকে কামাখ্যপ্রসাদ তাসাকে দলের জাতীয় সম্পাদক এবং বিজেপির সমস্ত নব-নিযুক্ত পদাধিকারীদেরকে টুইটারের মাধ্যমে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
তাঁকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে অসমের মঙ্গলদৈয়ের সাংসদ দিলীপ শইকিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ২০২৪-এর নিৰ্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করার জন্য দলের সর্বভারতীয় নেতৃত্ব তাঁকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে নিৰ্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন৷
অন্যদিকে তাঁর প্রতি আস্থা রেখে দলের এত বড় দায়িত্ব দেওয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য সংশ্লিষ্ট সকল শীর্ষ পদাধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন নব-নিযুক্ত জাতীয় সম্পাদক কামাখ্যাপ্রসাদ তাসা৷