সামসী, ২৯ জুলাই (হি. স.) : মালদার সামসীতে জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১ বাইক আরোহী। গুরুতর জখম আরও এক। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সামসী-আলাল রুটে ৮১ নম্বর জাতীয় সড়কের ওপর লস্করপুর তেল পাম্প সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক চালকের নাম ইনসান আলি(২৬)। জখম বাইক আরোহীর নাম ফিরোজ আলি(২৭)। দুজনেই রতুয়া-২ ব্লকের শ্রীপুর-২ পঞ্চায়েত এলাকার আজিমগড় গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইনসানের নতুন বাড়ির ছাদ ঢালাই ছিল রবিবার। তারজন্য টাকা পয়সা দরকার। তাই নিজের বাইকে ভাগ্না ফিরোজকে সঙ্গে করে সামসী আসে। সেখানে এটিএমে টাকা তুলে বাড়ির অভিমুখে যাচ্ছিল। সেইসময় পিকআপ ভ্যান তাঁদের বাইকের পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পড়ে ইনসান ও ফিরোজ। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সামসী গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ইনসানকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে জখম ফিরোজের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।