রামবান, ২৮ জুলাই (হি. স.) : রামবন জেলার রামসু এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন আদর্শ কুমার, মঞ্জু শর্মা এবং অঙ্কুশ শর্মা সকলেই জম্মুর বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শুক্রবার।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি যাত্রীবাহী গাড়ি যাত্রী নিয়ে অমরনাথ যাচ্ছিল। সেই সময় গাংরু রামসুর কাছে হঠাৎ চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। ঘটনায় তিন তীর্থযাত্রী আহত হন। তিনি জানান, আহতদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রামসুতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তার চিকিৎসা চলছে। একই সঙ্গে এই ব্যাপারে থানায় মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে।