আগরতলা, ২৮ জুলাই (হি.স.) : বোলেরো গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন ।ধলাই জেলায় মনু থানাধীন বিরাশি মাইল এলাকা জাতীয় সড়কে স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে কাঞ্চনবাড়ি দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিল। দমকল কর্মীরা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে বিরাশি মাইল সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনের মৃত্যুর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে জাতীয় সড়কের বিরাশি মাইল এলাকায় টিআর০৫এফ১৫৫৮ নম্বরের বোলেরো গাড়ির সাথে ডিএল১জিসি৫৪৫৩ নম্বরের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে দুইজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। তাঁরাই কাঞ্চনবাড়ির দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিলেন। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে বিরাশি মাইল সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনের মৃত্যুর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনায় আহত হয়েছেন পদ্মবিলের বাসিন্দা নূর উদ্দিন আলী(২৬)। পাথরকান্দি অসমের বাসিন্দা মাসুক উদ্দিন (৫২) মারা গেছেন।