‌শান্তিরবাজারে প্রাইজমানিনকআউট ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।।
উদ্বোধনী ম্যাচে ব্লেক প্যানথার খেলবে ইউনাটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে। ১ আগস্ট হবে ম্যাচটি। ডি বি সি স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। শান্তিরবাজার স্কুল মাঠে হবে ম্যাচটি। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে। আসরে অংশ নিয়েছে ১৬ টি দল:‌ ব্লেক পানথের, ইউনাটেড ফ্রেন্ডস,বগাফা এফ সি, পতিছড়ি ও এফ সি,তৈরূমা, কন্টাক্টর অ্যাসোসিয়েশন, সাসথান মনু, সাউথ তাকমা এফ সি, লক্ষ্মী ছড়া, ইয়াকসোমা পাড়া, নিউ তুইকর্ম এফ সি, আচিক এফ সি, হালথাই কিটিং, জে সি বি সাউথ, দেবিপুর জুনিয়র এবং এন টি। ১০ আগস্ট থেকে শুরু হবে আসরের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ১৭ ও ১৮ আগস্ট দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। ফাইনাল ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আসরের চ্যাম্পিয়মন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পারে ৩৫ এবং ২৫ হাজার টাকা। উদ্যোক্তা কমিটির সচিব সুজন মিত্র এখবর জানান। তিনি বলেন, আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে সাজিয়ে তোলা হচ্ছে শান্তিরবাজার মাঠকে। ‌