উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্টে নয়জনের মৃত্যুর ঘটনার মেজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবী জানাল সিপিএম


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে নয়জনের মৃত্যুর ঘটনার মেজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করার দাবি সহ মোট আট দফা দাবিতে ঊনকোটি জেলা শাসকের কাছে স্বারকলিপি দিল সি.পি.আই.এম ঊনকোটি জেলা কমিটি৷ বৃহস্পতিবার দুপুরে পার্টির জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী-সহ ৫ জনের প্রতিনিধিদল জেলা শাসক তরিৎ কান্তি চাকমার হাতে স্বারকলিপি তোলে দেন৷ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পার্টির রাজ্য কমিটির সদস্য বীরচন্দ্র দেববর্মা, জেলা কমিটির নেতৃত্ব কান্তিলাল দেব,মিন্টু চন্দ্র দাস ও চুমকি চক্রবর্তী৷ জেলাশাসকের কাছে স্মারক লিপি জমা দেওয়ায় পরে পার্টির জেলাদপ্তরে এক সংবাদিক সম্মেলনে মিলিত হয় ডেপুটেশন প্রদানকারীরা৷ সাংবাদিক জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন যে, বিগত ২৮ জুন বিকেলে কুমারঘাটে উলটো রথের দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়৷ ঘটনায় রাজ্যের মূখ্যমন্ত্রী বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন৷ প্রায় এক মাস অতিক্রান্ত হলেও তদন্তের কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না৷ তাই এই তদন্তের কাজ দ্রুত শেষ করার দাবী জানাচ্ছে পার্টির জেলাকমিটি৷ একই সাথে ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের একজনের সরকারি চাকুরি ও আহতদের উন্নত চিকিৎসার ব্যাবস্থা করার দাবী জানানো হয়৷দ্বিতীয়ত, ঊনকোটি জেলায় নটিংছড়া,হীরাছড়া, সোনামুখি ও দেবস্তল এই চারটি চা বাগান রয়েছে৷ বর্তমানে সবগুলো বাগান বন্ধ হয়ে আছে৷ চা বাগান গুলো পরিচালনার দায়িত্বে রয়েছে ’সানসাইন’- নামে একটি চিটফান্ড কোম্পানি৷ যার বিরুদ্ধে মামলা রয়েছে৷ গত কয়েক মাস আগে কৈলাসহর  কুমারঘাট জাতীয়সড়ক করার জন্যে নটিংছড়া চা বাগানের কিছু জমি ক্রয় করা হয়েছে৷ সেই জমির টাকা প্রশাসনের তরফে সিল করা ছিল৷ সেই টাকা রিলিজ করার জন্যে বিধায়ক ভগবান দাস জেলাশাসক অফিসে চিঠি দেন৷ কারন হিসেবে চা বাগান শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়ার জন্যে৷ যদিও শ্রমিকরা সেই টাকা পায়নি৷এবং সেই টাকা প্রকৃত শ্রমিকদের হাতে তোলে দিতে হবে৷ এছাড়া কৈলাসহর কুমারঘাট দুই মহকুমাতেই বিদ্যুৎ-এর বেহাল অবস্থা৷শহর ও গ্রামীণ এলাকায় বিদ্যুৎ- স্বাভাবিক করে পানীয়জল, জলসেচের  ব্যাবস্থা করা৷ একইসাথে কুমারঘাটে জনৈক স্বপন সাহা উনার নিজস্ব জমিতে একটি ব্যাঙ্কের শাখা ভাড়া দিয়েছেন৷তারজন্যে বিদ্যুৎদপ্তরে একটি ট্রান্সফরমার বসানোর টাকা জমা দিলেও রাজনৈতিক উদেশ্যেপ্রনোদিত ভাবে সেখানে ট্রান্সফরমার বসানো হচ্ছে না৷ অন্য দাবিগুলোর উল্লেখ করে তিনি আরো বলেন যে, জেলার বিভিন্ন ব্লক এলাকায় ছাটাইকৃত মিড ডে মিল, আশাকর্মী,পাম্প অপারেটর,আই সি ডি এস কর্মীদের পুনবহাল করতে হবে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেক গৃহহীন পরিবারে ঘরের ব্যাবস্থা, মনু ল্যান্ড কাষ্টমসের বন্ধ কাজ চালু করা,বিমানবন্দর সংস্কার কাজ শেষ করা ও কৈলাসহরে রেল সংযোগ সাপন, জেলা হাসপাতালে জেনেরিক মেডিসিন কাউন্টার চালু করার দাবী জানানো হয় বলেও জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *