BRAKING NEWS

লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে নির্মাণ শ্রমিকদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷  বৃহস্পতিবার লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্মাণ শ্রমিকদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়৷ এদিন মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা৷ প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়৷তিনি জানান লেবার এন্ড কনস্ট্রাকশন বোর্ডের উদ্যোগে নথিভুক্ত নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়৷ প্রায় এক হাজার নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে৷ এই প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিকদের মধ্যে ৫০০ জন শ্রমিককে এইদিন বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়৷ যাতে করে তারা ভালো করে কাজ করতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *