মহিলা ফুটবল : সুপার লীগ শুরু ৩০শে, ক্রীড়াসূচী ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।।উদ্বোধনী ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে কিল্লা মর্ণি ক্লাবের বিরুদ্ধে। ৩০ জুলাই সকাল ৮ টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবলের সুপার লিগে। এবছর আসরের সুপার লিগে খেলার সুযোগ পেয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল, জম্পুইজলা প্লে সেন্টার,কিল্লা মর্ণি ক্লাব এবং• ফুলো ঝানো অ্যালেটিক ক্লাব। মহিলা লিগ কমিটির সচিব পার্থ সারথি গুপ্ত সুপার লিগের সূচী ঘোষনা করেন। সুপার লিগের শেষ ম্যাচে ৭ আগস্ট। সবকটি ম্যাচ হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

                                                         ঘোষিত সূচী

                             ৩০ জুলাই:‌  স্পোর্টস স্কুল -‌ কিল্লা (‌সকাল ৮ টা),

                            ৩১ জুলাই:‌‌ জম্পুইজলা-‌ ফুলো ঝানো (‌‌সকাল ৮ টা)‌‌,

                             ২ আগস্ট:‌‌ স্পোর্টস স্কুল-‌ ফুলো ঝানো (‌‌সকাল ৮ টা)‌,

                            ৩ আগস্ট-:‌ জম্পুইজলা-‌ কিল্লা (‌বিকেল ৩.‌৪৫),

                           ৫ আগস্ট:‌ ফুলো ঝানো-‌ কিল্লা (‌বিকেল ৩.‌৪৫‌)‌‌,

                          ৭ আগস্ট: স্পোর্টস স্কুল-‌ জম্পুইজলা (‌বিকেল ৩.‌৪৫‌)‌‌ ।