নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে অনুমোদন দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন, এই অনাস্থা প্রস্তাব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনেছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট। কংগ্রেসের পক্ষ থেকে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।
এদিন দুপুরে লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করে বলেছেন, “সমস্ত দলের নেতাদের সঙ্গে আমি এ বিষয়ে আলোচনা করব এবং আলোচনার জন্য সঠিক সময় জানানো হবে।” উল্লেখ্য, মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে ২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া’। একই বিষয়ে আলাদা করে অনাস্থা প্রস্তাব পেশ করেছে কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-ও। ‘ইন্ডিয়া’র হয়ে অনাস্থা প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। বিআরএসের হয়ে অনাস্থা প্রস্তাব পেশ করেন সাংসদ নামা নাগেশ্বর রাও।
বিরোধীদের এই অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “অনাস্থা প্রস্তাব আসুক, সরকার সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। আমরা মণিপুর নিয়ে আলোচনা চাই… অধিবেশন শুরুর আগে তাঁরাও আলোচনা চেয়েছিল। আমরা রাজি হলে তাঁরা বিধিমালার বিষয়টি তুলে ধরেন। আমরা যখন নিয়মের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি, তখন তাঁরা নতুন ইস্যু নিয়ে এসেছে যে প্রধানমন্ত্রীকে এসে আলোচনা শুরু করতে হবে। আমি মনে করি এই সব অজুহাত।”