দূর্ঘটনাগ্রস্ত গাড়ি আটক করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷বেতাগা সাইনবোর্ড এলাকা থেকে একটি দুর্ঘটনাগ্রস্থ গাড়িকে উদ্ধার করে নিয়ে আসলো শান্তির বাজার থানার পুলিশ৷ ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার থানার নিকট খবর যায় বেতাগা সাইনবোর্ড এলাকায় একটি বাড়িতে দুর্ঘটনাগ্রস্থ একটি গাড়ি লুকিয়ে রাখা হয়েছে৷  গোপন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিতহয় শান্তির বাজার থানার পুলিশ৷  পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে দেখতে পায় বেতাগা সাইনবোর্ড এলাকায় একটি বাড়িতে টি আর ০১ বি কে ০৫১০ নাম্বারের একটি গাড়িকে ঢেকে রাখা হয়েছে৷  গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ অবস্থায় রয়েছে৷  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷  ধারনা করা হচ্ছে গতকালকে পতিছড়ি ড্রপগেইট এলাকায় দুর্ঘটনার পিছনে এই গাড়িটি জড়িত রয়েছে৷  ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *