আগরতলা , ২৬ জুলাই (হি.স.) : বকেয়া বেতনের দাবিতে গোমতী জেলা হাসপাতালের সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করেছেন। তাঁদের দাবি, অতিসত্বর বকেয়া বেতন পরিশোধ করার হোক।
জনৈক সাফাই কর্মী জানিয়েছেন, বর্তমানে গোমতী জেলা হাসপাতালে ৫১ জন সাফাইকর্মী কাজে নিযুক্ত আছেন। কিন্তু গত দুই মাস ধরে তাদের বেতন নিয়ে তালবাহানা করছেন ঠিকেদার। এবিষয়ে ঠিকেদারের সাথে যোগাযোগ করা হলে এক সপ্তাহের মধ্যে বেতন দেওয়ার কথা দিয়েছিলেন। কিন্তু এক সপ্তাহ অতিক্রম হলেও তাঁদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। এর ফলে তাঁরা আর্থিক দিক দিয়ে সমস্যায় পড়েছেন, জানান তিনি।
তাই বকেয়া বেতন প্রদানের দাবিতে গোমতী জেলা হাসপাতালের সাফাই কর্মীরা আজ কর্মবিরতি পালন করেছেন। তাঁদের দাবি, অতিসত্বর বকেয়া বেতন পরিশোধ করার হোক।