মহিলা ফুটবল :‌ সুয়ারির হ্যাটট্রিক সহ ৪ গোল তালিকার শীর্ষে জম্পুইজলা প্লে সেন্টার

জম্পুইজলা-‌৭                                                                                   চলমান-‌০

(‌সুয়ারি-‌হ্যাটট্রিক সহ ৪ টি, সঙ্গিতা-‌২, নিশা)‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।।সুপার ফোর আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো। দেখার ছিলো গ্রুপ লিগে কত নম্বর স্থান পেযে শেষ চারে জায়গা করে নিতে পারে সুবোধ দেববর্মা-‌র জম্পুইজলা প্লে সেন্টার। মঙ্গলবার চলমান সঙ্ঘকে একপ্রকার বিদ্ধস্ত করে গ্রুপ লিগে দ্বিতীয় স্থান নিশ্চিত করে নিলো। আপাতত গ্রুপে ৬ ম্যাচ খেলে জম্পুইজলার পয়েন্ট ১৫। এক ম্যাচ কম খেলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের পয়েন্ট ১৫। আজ গ্রুপ লিগের শেষ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে কিল্লা মর্ণিং ক্লাবের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলেই জয় পায় জম্পুইজলা। ম্যাচে হ্যাটট্রিক সহ ৪ গোল করেন সুয়াইর দেব। দুটি গোল করলেও হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন সঙ্গিতা রায়। নতুবা ব্যবধান আরও বাড়তো। ম্যাচে জয়ী জম্পুইজলা এক ডজন গোলেও জয় পেতো তাহলে অবার হওয়ার কিছু ছিলো না। শুরুতেই গোল পেয়ে যাওয়ার পর আত্মতুষ্টিতে ভুগে বেশ কযেকটি সহজ সুযোগ নষ্ট করতে দেখা গেছে জম্পুজলাকে। ম্যাচ শুরুর ১৫ মিনিটের মাথায় নিশা জমাতিয়া-‌র গোলে এগিয়ে যায় জম্পুইজলা। গোল পাওয়ার পর থেকে আর পেছনে পিরে তাকাতে হয়নি দলকে। ২৩,৩৩,৪৬ এবং ৫৩ মিনিটে পর পর ৪ টি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারি দেববর্মা। এরপরই ভেঙ্গে পড়ে চলমান সঙ্ঘ। একঝাক নবাগত ফুটবলার নিয়ে গড়া চলমান সঙ্ঘের কোচ এরপর গোটা দলকে নিচে নামিয়ে আনেন। এবং রক্ষণাত্তক ফুটবল খেলার নির্দেশ দেন। ম্যাচের ৫৯ এবং ৭০ মিনিটে সঙ্গিতা রায় পর পর দুটি গোল করেন। ৭-‌০ গোলে এগিয়ে যাওয়ার পর আরও গোল করার মতো সুযোগ পেয়েছিলো জম্পুইজলা। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি। ম্যাচটি পরিচালনা করেন অসীম বৈদ্য।