দক্ষিণ জেলায় ম্যারাথন সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।।ক্রান্তি বীরদের সম্মানার্থে দক্ষিণ জেলায় ম্যারাথন অনুষ্ঠেয়। এতে বালক বিভাগে ১০কিমি এবং বালিকা বিভাগে ৮ কিমি দৌড় প্রতি যোগীতা সম্পন্ন। মোট ১০৯জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই ম্যারাথনে।বালক,বালিকা উভয় বিভাগে প্রথম তিন স্থানাধিকারীকে দেয়া হলো যথাক্রমে ১০,৫ এবং ৩ হাজার টাকার আর্থিক সন্মান। ম্যারাথনের উদ্ভোধন করলেন বিধায়ক প্রমোদ রিয়াং। উপস্থিত ছিলেন অন্যান্যরাও।