কলকাতা, ২৫ জুলাই (হি স)। রাজ্যে একদিনে তিন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। সময় যত এগোচ্ছে ততই এ রাজ্যে বাড়ছে ডেঙ্গির চোখরাঙানি। সেই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে এলে এবার ইমিগ্রেশনের সময়েই করাতে হবে রক্ত পরীক্ষা।
বাংলাদেশে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশ থেকে আসা যাত্রীরা হতে পারেন ডেঙ্গির বাহক। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সিদ্ধান্ত কলকাতা পুরসভার। বিষয়টি জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিচ্ছে কলকাতা পুরসভা।
মঙ্গলবার মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, ‘স্বাস্থ্য দফতরের থেকে কেন্দ্রকে জানান হবে যাতে ইমিগ্রেশন সেন্টারের কাছে এই ব্যবস্থা করা যায়।’ এদিকে, ডেঙ্গি মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য, তা নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠক হবে। স্বাস্থ্য ভবনে ভার্চুয়াল বৈঠক রয়েছে।
অন্যদিকে, বাড়ছে ডেঙ্গির প্রকোপ, লালবাজারের তরফে জারি অ্যাডভাইসরি। শহরের সমস্ত থানার উদ্দেশে অ্যাডভাইসরি জারি। থানার সামনে বাজেয়াপ্ত গাড়ি, জমা জল, আবর্জনা সরানোর নির্দেশ।