মেঘালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলা, পাঁচ নিরাপত্তাকর্মী আহত

শিলং, ২৫ জুলাই (হি. স.) : সোমবার সন্ধেয় মেঘালয়ের তুরায় মুখ্যমন্ত্রী কনরাড সাংমার অফিস লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী তখন অফিসেই ছিলেন। এই হামলায় মুখ্যমন্ত্রী সাংমা নিরাপদে থাকলেও পাথরের আঘাতে তাঁর পাঁচ নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তুরা শহরে রাতের কারফিউ জারি করতে হয়।

কয়েকমাস আগে মেঘালয়ে নির্বাচনের পর নতুন জোট সরকার তৈরি হয়েছে। এনপিপি নেতা কনরাড সাংমার সঙ্গে জোট হয়েছে বিজেপির। অর্থাৎ মোদী-শাহর কথামতো মেঘালয়েও এখন ডবল ইঞ্জিন সরকার চলছে।

মেঘালয়ের রাজধানী শহর হল শিলং। কিন্তু গারো পাহাড়ের অধিবাসীদের দাবি, তুরাকে মেঘালয়ের শীতকালীন রাজধানী বানাতে হবে। এই দাবি নিয়ে একটি গোষ্ঠী অনশন আন্দোলন চালাচ্ছে। তাদেরই একাংশের সঙ্গে এদিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

তুরায় মুখ্যমন্ত্রীর সচিবালয় রয়েছে। সেখানে নাগরিক সমাজের প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠীর নেতা ও প্রতিনিধিকে ডাকা হয়েছিল। আবার সেখানে সার্কিট হাউজেও একটি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন সাংমা।

প্রায় তিন ঘণ্টা ধরে শান্তিপূর্ণভাবেই বৈঠক চলছিল। হঠাৎ উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর অফিসের উপর চড়াও হয়ে পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু এরই মধ্যে পাথরের আঘাতে পাঁচ জন নিরাপত্তা রক্ষী আহত হন।

আহত নিরাপত্তা কর্মীদের অবস্থা খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী সাংমা। সাংমা আহত নিরাপত্তা কর্মীদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য ও চিকিৎসা খরচ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী সাংমা বলেছেন, এই হামলা দুর্ভাগ্যজনক। এমনকি এসব সংগঠনের প্রতিনিধিরাও জানেন না হামলাকারী কারা। এরা বাইরের লোক ছিল। তাদের খোঁজ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *