ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।।পদোন্নতি হলো শারীর শিক্ষক অপু রায়-এর। এখন রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব নির্বাচিত হলেন। আগে ছিলেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব। মঙ্গলবার ক্রীড়া দপ্তরের অতিরিক্ত আধিকারিক এক চিঠিতে অপু রায়কে ওই পদের দায়িত্বভার সামলানোর কথা জানান। সংবাদ লিখা পর্যন্ত এখনও তিনি দায়িত্বভার নেন নি। তবে তিনি বলেন,”ওই পদোন্নতি আমার দাযিত্ব আরও বাড়িয়ে দিলো। চেষ্টা করবো যতাযোগ্য মর্যাদায় দায়িত্ব পালন করতে”। পদোন্নতি হওয়ায় তিনি প্রফেসর মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং ক্রীড়া মন্ত্রী টিংকু রায়কে অভিনন্দন জানিয়েছেন।
2023-07-25