মঙ্গলদৈয়ের মেনাপাড়ায় জনতার হাতে ধৃত দুই দাগি চোর

মঙ্গলদৈ (অসম), ২৪ জুলাই (হি.স.) : সাম্প্রতিককালে মঙ্গলদৈয়ের বিভিন্ন প্রান্ত বেজায় বেড়েছে চোরের উপদ্রব৷ এরই মধ্যে আজ মেনাপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে চুরি করতে এসে সতর্ক জনতার হাতে ধরা পড়েছে দুই দাগি চোর৷

আজ দুপুরের দিকে মেনাপাড়ায় চুরি করতে এসেছিল দুই চোর৷ তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় জনতা৷ তাঁরা তাদের ধরে কিছু উত্তম-মধ্যম দিয়ে বেঁধে রাখেন৷ ধৃত দুই চোরকে খারুপেটিয়ার সুবম দাস (২৩) এবং শান্তনু বিশ্বাস (২০) বলে পরিচয় পাওয়া গেছে৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ দুই চোরকে ধরে থানায় নিয়ে গেছে৷ পুলিশের জনৈক অফিসার জানান, এই চোরচক্র এর আগে কয়েকটি চুরির দায়ে জেলে গিয়েছিল৷ কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে আবার তারা তাদের পুরনো কাজে লেগে গেছে।