BRAKING NEWS

অল্পতে বড়সর অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেল গন্ডাছড়া মহকুমা শাসক অফিস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ অল্পতে বড়সর অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেল গন্ডাছড়া মহকুমা শাসক অফিস৷ সোমবার দুপুর প্রায় ২.৩০মিনিট নাগাদ মহকুমা শাসক অফিসের চেম্বারে আগুন লাগে৷ এই সময় মহকুমা শাসক চেম্বারে ছিলেন না৷ অফিস কর্মীরা অগ্ণিসংযোগের ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে  দমকল বাহিনিকে খবর দেওয়া হলে দমকলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে৷ অগ্ণি নির্বাপক দপ্তরের এক আধিকারিক জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত৷ তবে আগুনের লেলিহান শিখায় অফিসের কিছু আসবাব পএ পুড়ে যায়৷ দিন দুপুরে গন্ডাছড়া মহকুমা শাসক অফিসে অগ্ণিকান্ডের ঘটনায় গোটা মহকুমা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *