হাইলাকান্দি (অসম) ২৪ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলার সব সরকারি কার্যালয়ের ড্রয়িং অ্যান্ড ডিজবার্সিং অফিসার (ডিডিও)-দেরকে তাঁদের প্রতি মাসের বেতনের বিলের হার্ডকপি মাসের শেষ দিনের চার দিন আগে ট্রেজারিতে জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন ট্রেজারি অফিসার।
এক বিবৃতিতে ট্রেজারি অফিসার বিশ্বজিৎ পাল আসাম ফিনানশিয়াল রুলস-এর নিয়ম ১৩৫ অনুসারে মাস-মাইনের বিল যথাযথভাবে স্ক্রুটিনি করে পাস করার উদ্দেশ্যে চার দিন আগে জমা দেওয়ার আবেদন জানিয়েছেন, যাতে সময়মতো বিল পাস করে পেমেন্ট করা যায়।