রাঁচি, ২৩ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডের রাহে ব্লকের কাপিডিহ গ্রামে ভালুকের আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধার মহিলার। স্বজনরা জানান, শনিবার বিকেলে বুধী দেবী (৭৩) ছাগল চরাতে জঙ্গলে গিয়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত বুধী দেবী না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। গভীর রাতে পিডিহ জঙ্গলে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মহিলার গলা দিয়ে রক্ত ঝরছিল। সারা শরীরে ভাল্লুকের নখের চিহ্ন পাওয়া গেছে। স্বজনরা ঘটনাটি রাহে থানাকে জানায়।
ঘটনার খবর পেয়ে ওপি ইনচার্জ পুলিশ বাহিনী সহ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রিমস মর্গে প্রেরণ করেন।