আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন

কলকাতা, ২৩ জুলাই (হি.স.): সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। এবারের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আসতে পারে। মণিপুর নিয়ে নিন্দাপ্রস্তাব আনতে তৃণমূলের পরিষদীয় দল।

শনিবারেই বিধানসভায় বাদল অধিবেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। স্পিকার বলেন, আগামী সোমবার ২৪ জুলাই শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। সোমবার সকালে সর্বদলীয় বৈঠক রয়েছে। জেলা প্রশাসন এর মাধ্যমে বিধায়কদের জানানো হবে। রাজ্যপাল বাইরে ছিলেন তাই অধিবেশনে ডাকতে দেরি হয়েছে। বিরোধী দলের কাছে আবেদন, অধিবেশনে অংশ গ্রহণ করুন। তিনি বলেন, বিরোধী দল অধিবেশন ওয়াক আউট করলেও রাজ্যপাল তার কাজ করবেন বিধানসভা বিধানসভার কাজ করবে। সংঘাত এর কোনও জায়গা নেই। সোমবার দুপুর ২ টোয় অধিবেশন শুরু হবে।

এদিকে, সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে ধরে নিয়ে গত বুধবার মন্ত্রিসভার বৈঠকের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুলাই সোমবার বিধানসভায় বসবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। পঞ্চায়েত ভোটের কারণে গত এক মাস মন্ত্রিসভার কোনও বৈঠক হয়নি। তাই সোমবার আবার মন্ত্রিসভার বৈঠক হবে বলে জানানো হয়। কিন্তু, রাজভবন থেকে অধিবেশন শুরুর ফাইলে অনুমোদন না দেওয়ায়, বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠক প্রসঙ্গে আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুলাই সোমবার বিধানসভার বদলে মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। কিন্তু শনিবার রাজ্যপাল সোমবার থেকে অধিবেশন শুরুর বিষয়ে সম্মতি দিলে, আবারও নতুন করে মন্ত্রিসভার বৈঠক নবান্ন থেকে বিধানসভায় ফিরিয়ে আনা হয় কি না, সে দিকেই তাকিয়ে বিভিন্ন দফতরের সচিবেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *