BRAKING NEWS

সাব্রুমে দূর্ঘটনায় বাইক চালকের মৃত্যু গাড়িতে অগ্ণিসংযোগ করল ক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২৩ জুলাই৷৷ সাব্রুমের কলাছড়ায় ফের ভয়ংকর ঘটনা৷ পুলিশের সামনে গাড়ি ভাঙচুর করে গাড়িতে আগুন লাগায় ক্ষুদ্ধ জনতা৷ ওই গাড়িতে চাপা পড়ে প্রাণ হারায় বাইক চালক অনজিত ত্রিপুরা৷ তার বাড়ি সাবরুম মহকুমার হাওয়াই বাড়ি এলাকায়৷
এই ঘটনার খবর পেয়ে পুলিশ সাংবাদিক ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে ওই এলাকায় বেশ কিছু জনজাতি অংশের জনগণ সঙ্গবদ্ধভাবে সকলকে ধাওয়া করে৷
ঘটনার বিবরণে জানা যায় সাব্রুম থেকে আগরতলা দিকে যাওয়ার সময় একটি দ্রুত গতিতে থাকা বাইক একটি ট্রাক গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আগরতলা দিক থেকে আসা একটি স্করপিও গাড়িতে বাইকটি সজোরে ধাক্কা দেয়৷ ঘটনাস্থলেই নিহত হয় অনজিত ত্রিপুরা নামে ওই যুবক৷ ঘটনা ঘটে সাব্রুমম আগরতলা ৮নং জাতীয় সড়কের উপরে কলাছড়া বাজার সংলগ্ণ এলাকায়৷ পরবর্তী সময়ে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে এবং সাংবাদিকরা সেখানে খবর সংগ্রহ করতে গেলে ওই এলাকার ক্ষুদ্ধ কিছু জনগণ পুলিশ ও সাংবাদিকদের ও যে গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনীর কর্মীরা সেখানে গেলে সকলকে ধাওয়া করে ক্ষুব্দ জনগণ৷ এই ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে ভেঙে দেওয়া হয় বেশ কয়েকজনের মোবাইল ফোনও৷ পরবর্তী সময়ে প্রচুর পরিমাণ টিএসআর  ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণে আসেন দক্ষিণ জেলার পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য৷ মৃতদেহ বর্তমানে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে৷ এই ঘটনার পর মৃতদেহ কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেও ভিড় জমাতে শুরু করে প্রচুর সংখ্যক জনগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *