নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): উদ্বোধনের প্রতীক্ষায় পুনর্নির্মিত আইটিপিও কমপ্লেক্স, আগামী ২৬ জুলাই পুনর্নির্মিত আইটিপিও কমপ্লেক্স-এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এখানেই অনুষ্ঠিত হবে ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর বৈঠক।
এই স্থানটি প্রগতি ময়দান কমপ্লেক্স নামেও পরিচিত, প্রায় ১২৩ একর এলাকাজুড়ে বিস্তৃত স্থানটি। এটি ভারতের বৃহত্তম মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী গন্তব্য। জি-২০ গোষ্ঠীর বৈঠকের জন্য নতুন করে সাজিয়ে তোলা হয়েছে আইটিপিও কমপ্লেক্সটি।