ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।।টিসিএ অফিসে ঢুকতে দেয়া হয়নি সচিব তাপস ঘোষ এবং সহ সভাপতি তিমির চন্দকে। দুষ্কৃতী কারীরা তাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে হেনস্থা করেছে বলেই অভিযোগ করলেন সহ সভাপতি তিমির চন্দ। শনিবার দুপুরে তিমির চন্দ এবং তাপস ঘোষ প্রথমে পশ্চিম থানায় যান।থানায় গিয়ে পুলিশি নিরাপত্তা নিয়ে টিসিএ অফিসে ঢুকতে গিয়েই বাধাপ্রাপ্ত হলেন। অচেনা একটা ভিড় তাদের পথ অবরোধ করলো। পরিস্থিতি এতটাই বাজে হয়ে গেল যে, আখেরে তারা টিসিএতে ঢুকতেই পারেন নি। পুলিশের সামনেই হলো এই ঘটনা। অথচ কোনো এক অজ্ঞাত কারণে কেন যে পুলিশ নিশ্চুপ রইলো তা নিয়েই উঠছে এখন অবিরাম প্রশ্ন।এদিকে টিসিএর প্রাক্তন সভাপতি তপন লোধ জানালেন টিসিএর জেনারেল বডি একটি সিধান্ত নিয়েছে, তা হলো একটি ইনকুয়ারী কমিটি গঠন করা হবে ফ্লাড লাইট ইসু নিয়ে। যতদিন এই ইনকুয়ারী চলবে ততদিন যাতে টিসিএর সচিব ও সহ সভাপতি টিসিএতে না আসেন। ইনকুয়ারী হয়ে গেলে তারা আসতে পারবেন। তবে অচেনা ভিড় ঘিরে কোনোই মন্তব্য করলেন না তপন লোধ। খুবই সন্তর্পনে এড়িয়ে গেলেন বিষয়টা।
2023-07-22