নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ রাজধানী শহর আগরতলা এখন আর নিরাপদ নয়! নিরাপত্তাহীনতায় ভোগছে রাজ্যের মানুষ!ওরিয়েন্ট চৌমুহনী এলাকার দুই যুবক রাজেশ এবং রাকেশ দুই ভাই দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রামনগর এলাকায় সামান্য গাড়ি সরানোর কথা বলাকে কেন্দ্র করে একদল দুষৃকতী হকি স্টিক দিয়ে মারধর করে৷ এই মারধরের ফলে দুই ভাইয়ের শরীরে ,নাকে, ঠুটে আঘাত লাগে৷ তাদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়৷ অবশেষে বাধ্য হয়ে আগরতলা পশ্চিম থানার দারস্থ হলেন দুই ভাই সহ পরিবারের লোকজন৷ দুষৃকতিকারীদের বিরুদ্ধে এফ আই আর করেন৷ এখন দেখার বিষয় পুলিশ কি ধরনের ভূমিকা গ্রহণ করে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রক্ষকের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷
2023-07-22