৩ সপ্তাহে তুষারলিঙ্গ দর্শন তিন লক্ষাধিক পুণ্যার্থীর, অমরনাথের উদ্দেশে রওনা তীর্থযাত্রীদের ২০-তম দল

জম্মু, ২২ জুলাই (হি.স.): সুষ্ঠু ও মসৃণভাবেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস থেকে অমরনাথ তীর্থযাত্রীদের ২০-তম দলটি শনিবার সকালে কাশ্মীরের বালতাল ও পহেলগাঁও বেসক্যাম্পের দিকে রওনা হয়েছে। গত পয়লা জুলাই অমরনাথ যাত্রার শুরু হওয়ার পর এ পর্যন্ত ৩ লক্ষের বেশি পুন্যার্থী পবিত্র অমরনাথ গুহায় তুষারলিঙ্গ দর্শন করেছেন। আগামী ৩১-শে আগস্ট শেষ হবে বার্ষিক এই তীর্থযাত্রা।

শনিবার সকালে জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস থেকে কাশ্মীরের বালতাল ও পহেলগাঁও বেসক্যাম্পের দিকে রওনা হয়েছে ২০-তম দল। এদিকে, অমরনাথ যাত্রার প্রথম তিন সপ্তাহে ৩ লক্ষেরও বেশি অমরনাথ যাত্রী অমরনাথ গুহা মন্দিরে দর্শন করেছেন। শুক্রবারই ১৩,৭৯৭ জন তীর্থযাত্রী পবিত্র তুষারলিঙ্গ দর্শন করেন, সবমিলিয়ে এযাবৎ ৩ লক্ষ ০৭ হাজার ৩৫৪ জন পুণ্যার্থী অমরনাথ গুহায় তুষারলিঙ্গ দর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *