নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে ৭ দিনব্যাপী স্পেশাল ক্যাম্পের শুক্রবার ছিল চতুর্থ দিন৷ এদিন এনএসএস এর স্বেচ্ছাসেবকরা গন্ডাছড়া-অমরপুর রাস্তার ৩০ কার্ড এলাকায় বেহাল রাস্তা সংস্কার করে৷ এই রাস্তা ধরে কলেজের ছাত্রছাত্রীরাও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়৷ রাস্তার বেশ কিছু অংশ খারাপ থাকার কারণে সেখানে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে৷ এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে এন এস এসের স্বেচ্ছাসেবকরা রাস্তা সংস্কারের কাজে উদ্যোগ নেয়৷ এক্ষেত্রে গন্ডাছড়া পি.ডব্লিউ.ডি অফিসের সহযোগিতায় এনএসএস স্বেচ্ছাসেবকরা রাস্তা মেরামত করে৷ তাতে খুশি যানচালক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ৷ রাস্তা সংস্কারের সময় সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড় শ্রীমন্ত রায়, শারীরিক শিক্ষার অধ্যাপক বেকন দেববর্মা, রাজু প্রাসাদ শর্মা এবং এনএসএস প্রোগ্রাম অফিসার শৈবাল দেববর্মা সহ মহাবিদ্যালয়ের এনএসএস স্বেচ্ছাসেবকরা৷
2023-07-22