ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।।জয়জয়কার। মেট্রিক্স চেস আকাদেমির। মহকুমার দাবা সংস্থা আয়োজিত মাসিক প্রাইজমানি দাবা প্রতিযোগিতায়। ফ্লাওয়ার্স ক্লাবে শনিবার হয় আসর। আসরে অংশ নিয়েছিলো ৫৮ জন দাবাড়ু। তাতে উন্মুক্ত বিভাগ সহ মোট ১৮ টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ১৫ টি পুরস্কার দখল করে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুরা। উন্মুক্ত বিভাগে প্রথম ৫ টি স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার রুদ্রনীল দেবনাথ,উদয়পুর শাখার তমজিৎ সাহা, উদয়পুর শাখার রাধিকা মজুমদার, আগরতলা শাখার রাহুল রায় এবং উদয়পুর শাখার পৃথ্বিরাজ সাহা। এছাড়া অনূর্ধ্ব-৭ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার শুভায়ন দাস, আগরতলা শাখার কানিষ্ক চৌধুরি, আগরতলা শাখার অবন্তিকা চক্রবর্তী, অনূর্ধ্ব-৯ বিভাগে আয়ুষ্মান ভৌমিক, মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার অর্ণব বসাক, উদয়পুর শাখার অর্ণব সাহা, অনূর্ধ্ব-১১ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার অয়ন্তিকা দেব, উদয়পুর শাখার সিদ্ধার্থ মজুমদার, উদয়পুর শাখার ধীময় চক্রবর্তী, অনূর্ধ্ব-১৩ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার উর্মি সাহা, নীলান্ত কর্মকার এবং আদিত্য ভৌমিক। অত্যাধিক দক্ষতায় খেলা পরিচালনা করেন প্রদীপ কুমার রায় এবং সুলেখা দাস। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা দাবা সংস্থার সভাপতি জয়পদ সাহা,সচিব মনোরাজ সরকার এবং মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত। মহকুমার দাবাড়ুদের উন্নতির লক্ষ্য ওই আসরের উদ্যোগ বলে জানান সংস্থার সভাপতি। প্রতি মাসেই ওই আসর করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত: আসরের সহযোগিতায় ছিলো মেট্রিক্স চেস আকাদেমি।
2023-07-22