জম্পুইজলা: ৬
কিল্লা মর্নিং: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।। শুরুর জয়ের ধারা অব্যাহত রাখতে পারছে না কিল্লা মর্নিং ক্লাব। অপরদিকে ফের জয়ে ফিরেছে জম্পুইজলা প্লে সেন্টার। মূলতঃ জম্পুইজলার মেয়েরা দুরন্ত খেলে আজ, শনিবার ৬-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে কিল্লা মর্নিং ক্লাবকে হারিয়ে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মহিলা লীগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার দুর্দান্ত জয় পেয়েছে। এই জয়ের সুবাদে জম্পুইজলা প্লে সেন্টার এখন কিল্লা মর্নিং ক্লাবকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আপাতত শীর্ষে রয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সকালে মহিলা লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ লড়াইয়ে জম্পুইজলা প্লে সেন্টার ৬-০ গোলের ব্যবধানে কিল্লা মর্নিং ক্লাব কে পরাজিত করেছে। প্রথমার্ধেই বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। খেলার ১২ মিনিটের মাথায় কবিতা দেববর্মার প্রথম গোলে জম্পুই জলা এক-শূন্যতে লিড নেয়। পরে ৩১ ও ৩৪ মিনিটের মাথায় নিশা জমাতিয়া পরপর দুটো গোল করে দলকে ৩-০ তে লিড এনে দেয়। পক্ষান্তরে কিল্লা মর্নিং ক্লাবের মেয়েরা একাধিকবার আক্রমণ রচনা করলেও কার্যত গোল পরিশোধের কোনও সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। জম্পুইজলার মেয়েরা সুযোগ বুঝে গোলমুখী আক্রমণ রচনা করে খেলার ৬৫ মিনিটের মাথায় কবিতা দেববর্মা এবং ৬৯ মিনিটের মাথায় সোনালি দেববর্মার গোলে ব্যবধান ৫-০ হয়। শেষ দিকে অর্থাৎ বিরাশি মিনিটের মাথায় এলি জমাতিয়া আরেকটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৬-০ হয়। দ্বিতীয়ার্ধে কিল্লা মর্নিং ক্লাবের মেয়েরা গোল পরিশোধের সুযোগ কাজে লাগাতে পারেনি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, সজল চন্দ্র গোপ, লিটন সাহা ও পিন্টু চাকমা।