মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর বিরুদ্ধে সোচ্চার আইপিএফ, দোষীদের কঠোর শাস্তির দাবি

হাফলং (অসম), ২২ জুলাই (হি.স.) : মণিপুরে দুই মহিলাকে দলবদ্ধ ধৰ্ষণ এবং বিবস্ত্র করে হাঁটানোর তীব্র নিন্দা জানিয়েছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম (আইপিএফ)। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে কঠোর থেকে কঠোরম শাস্তির দাবিতে সরব হয়ে উঠেছেন ফোরাম-এর সর্বস্তরেরর কর্মী-সমর্থক।

গত ৪ মে মণিপুরের কাংপোকপি জেলার বি পাইনম গ্রামে নিরীহ দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো এবং জনসমক্ষে দলবদ্ধভাবে ধর্ষণ করার ঘটনা সামজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দোষীদের শাস্তির দাবি তুলেছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম। সংগঠনের সভাপতি এল কুকি, কার্যনির্বাহী সভাপতি সামসুদ্দেন বে জেমি, সাধারণ সম্পাদক এল লিমা কেভম স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিবৃতিতে বলেছেন, গত ৪ মে মণিপুরের কাংপকোকির বি পাইনাম গ্রামের দুই নিরীহ কুকি যুবতীকে বিবস্ত্র করে হাঁটানোর পর এক যুবতীর ভাইয়ের সামনে তাঁদের জনসমক্ষে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। ওই যুবতীর ভাই সে সময় বোনকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীকারীরা।

মণিপুরে সংগঠিত এ ধরনের বর্বরোচিত ও অমানবিক ঘটনার কঠোর ভাষায় নিন্দা জানিয়ে ইন্ডিজেনাস পিপলস ফোরাম দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের জন্য কেন্দ্রীয় ও মণিপুর সরকারের কাছে দাবি জানিয়েছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম। এ ধরনের বর্বরোচিত ও অমানবিক ঘটনা সভ্যসমাজকে কলুষিত করছে বলে ইন্ডিজেনাস পিপলস ফোরামের প্রেস বিবৃতি উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *