আইজল, ২২ জুলাই (হি.স.) : মণিপুরি মেইতেইদের মিজোরাম ছাড়ার ফতোয়া জারি করেছিল ‘পিস অ্যাকর্ড এমএনএফ রিটার্নিস অ্যাসোসিয়েশন (পিএএমআরএ বা পামরা)। মণিপুরের সদ্য ভিডিওকাণ্ডের পর নিরাপত্তার খাতিরে মেইতেইদের মিজোরাম ছেড়ে চলে যেতে বলেছিল পামরা। এরই পরিপ্রেক্ষিতে আইজলে বসবাসকারী মেইতেইদের এয়ারলিফ্ট করে প্রতিবেশী অসমের শিলচর এবং ইমফলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার।
আইজলে বসবাসরত জনৈক মেইতেই ছাত্র নেতা এ খবর দিয়ে জানান, পরিকল্পনা মোতাবেক আইজল থেকে মেইতেইদের এয়ারলিফ্ট করে শিলচর এবং ইমফলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। তবে কবে তা হবে, এখনও নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, মণিপুরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নগ্ন দুই মহিলাকে প্যারেড করার ভিডিও ভাইরাল হওয়ার পর মিজোরামের পিএএমআরএ সংক্ষেপে পামরা নিরাপত্তার দোহাই দিয়ে মেইতেইদের রাজ্য ছাড়ার ফতোয়া জারি করেছে। এরই পরিপ্রেক্ষিতে মণিপুর সরকার আজ ২২ জুলাই মিজোরামের আইজল থেকে মেইতেইদের বিমানে করে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, জানান তিনি৷
ছাত্ৰ নেতাটি বলেন, তবে ওই ফতোয়া জারির পর মিজোরাম পুলিশ রাজ্যের আইজল শহরে মেইতেইদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নিয়েছে। পিএএমআরএ-র জারিকৃত বিবৃতিতে নাকি বলা হয়েছে, রাজ্যের (মিজোরাম) সেলেসিহের ভেটি কলেজ, তানহরিলে মিজোরাম বিশ্ববিদ্যালয়, রিপানস, জেমাবাওক এবং জেডএমসিতে প্রচুর সংখ্যক মেইতেই রয়েছেন। তাই ওই শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। দিবারাত্র ২৪ ঘণ্টা টহল দিচ্ছে সশস্ত্র আধাসেনা বাহিনী, জানান ছাত্রনেতা।
তিনি জানান, মণিপুরে চলমান অস্থিরতার মধ্যে মিজো স্টুডেন্টস ইউনিয়ন (এমএসইউ) মিজোরামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেইতেই আদমশুমারিরও ঘোষণা করেছে। সে সময় মেইতেইদের সুরক্ষা বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে।