বেঙ্গালুরুতে নিহত পাথারকান্দির যুবকের মৃতদেহ বাড়িতে আনতে সরকা‌রি সাহায্যের আর্জি পরিবারের

পাথারকান্দি (অসম), ২২ জুলাই (হি.স.) : বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত করিমগঞ্জ জেলার পাথারকান্দির যুবক নারায়ণ দাসের মৃতদেহ বাড়িতে আনতে সরকা‌রি সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

প‌রিবার প্রতিপাল‌নের তাগিদে কর্মসূত্রে কর্ণাটকের বেঙ্গালুরু‌তে গি‌য়ে সিকিউরিটির কাজ করতেন পাথারকান্দি থানাধীন কুর্তিছড়া গ্রামের নিরঞ্জনচন্দ্র দাসের বছর ২১-এর ছেলে নারায়ণ দাস। কিন্তু গত বুধবার নিজের বাই-সাইকেলে চড়ে কর্মক্ষেত্রে যাওয়ার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরতর আহত হন নারায়ণ। ত‌ড়িঘ‌ড়ি তাঁকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে ভরতি করা হ‌য়। কিন্তু শেষ রক্ষা হয়‌নি। গতকাল শুক্রবার সকাল ১১টা নাগাদ নারায়ণ দাস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমতাবস্থায় মৃতের গরিব পরিবারের পক্ষে বেঙ্গালুরু থে‌কে নারায়ণ দাসের মৃতদেহ তাঁর নিজের বাড়িতে নিয়ে আসারও সামর্থ নেই। এ নিয়ে দুশ্চিন্তায় প‌ড়ে‌ছেন মৃ‌তের প‌রিবা‌রের লো‌কজন। তাই এ ব্যাপারে তাঁরা সরকা‌রি সাহায্যের জন্য এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল, পাথারকান্দির রাজস্ব সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট কমিশনার (জেলাশাসক) মৃদুল যাদব (আইএএস)–এর হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *