আগরতলা, ২২ জুলাই (হি.স.) : ভুয়ো পিআরটিসি বানানোর অভিযোগে ১০ জনের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় এনএসইউআই -র পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। সংগঠনের দাবি, অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা হোক।
এনএসইউআই প্রদেশ সভাপতি সম্রাট রায় বলেন, ত্রিপুরায় বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। ফলে বহি:রাজ্যের যুবকরা টাকার বিনিময়ে বাঁকা পথে পিআরটিসি বানিয়ে নিচ্ছেন।
তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশ, বিহার ও বাংলাদেশ থেকে যুবকরা ত্রিপুরায় এসে ভুয়ো পিআরটিসি বানিয়ে নিচ্ছেন। তাই ভুয়ো পিআরটিসি বানানোর অভিযোগে ১০ জনের বিরুদ্ধেই আজ পশ্চিম আগরতলা থানায় এনএসইউআই–র পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।তাঁদের দাবি, অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা হোক।