নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কর্মসংস্থানের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে প্রযুক্তি এবং ভবিষ্যতেও তাই থাকবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে ভার্চুয়ালি জি-২০ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে, এই সভাটি এমন একটি দেশে হচ্ছে যেখানে সর্বশেষ প্রযুক্তিনির্ভর রূপান্তরের সময় বিপুল সংখ্যক প্রযুক্তি নির্ভর চাকরি তৈরির অভিজ্ঞতা রয়েছে।”প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সকলকে আগাম প্রযুক্তি এবং প্রক্রিয়া ব্যবহারে আমাদের কর্মশক্তিকে দক্ষ করতে হবে। স্কিলিং, রিস্কিলিং এবং আপস্কিলিং হল ভবিষ্যৎ কর্মশক্তির মন্ত্র। ভারতে আমাদের ”স্কিল ইন্ডিয়া মিশন” এই বাস্তবতার সঙ্গে সংযোগ স্থাপনের একটি অভিযান। প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এখন সময় এসেছে প্রকৃত অর্থে দক্ষতার বিকাশের, জি-২০ অবশ্যই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। আমি দক্ষতা এবং যোগ্যতার প্রয়োজনীয়তা দ্বারা পেশার আন্তর্জাতিক রেফারেন্স শুরু করার জন্য আপনাদের প্রচেষ্টার প্রশংসা করছি। এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় এবং অভিবাসন ও গতিশীলতা অংশীদারিত্বের নতুন মডেল প্রয়োজন।”
প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, “নিয়মিত এবং পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি করতে আমাদের সুস্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। তাঁদের সামাজিক নিরাপত্তা এবং আরও নিরাপত্তা ও স্বাস্থ্য সহজলভ্য করার জন্য আমাদের নতুন মডেলেরও প্রয়োজন।”