বাংলাদেশে বাড়ছে রাজনৈতিক হিংসা, আওয়ামী লীগের তিন নেতাকে কুপিয়ে খুন

ঢাকা, ২১ জুলাই (হি.স.) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে বেড়েই চলেছে রাজনৈতিক হিংসা। । দেশের প্রধান বিরোধীদল বিএনপি ও তাদের সমমনা দলগুলি প্রতিদিনই মিছিল-সমাবেশের মাধ্যমে অস্তিস্ব জাহির করার মরিয়া চেষ্টা করছে। এরমাঝেই রাজধানী ঢাকা ও খুলনা-সহ একাধিক যায়গায় শাসকদল আওয়ামী লীগের তিন সদস্যকে হত্যার খবর মিলেছে। অভিযোগের তির বিরোধী দল বিএনপির দিকে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, রাজধানী ঢাকার শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল (৩৬) নামে শাসকদলের যুবলিগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শাহজাহানপুরের গুলবাগে এই কাণ্ড ঘটে। এর আগে রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলিগের দফতর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগ রাজনীতি করেন। তার সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত দেখা গিয়েছে।

অন্যদিকে, তারুণ্যের জয়যাত্রার খুলনা বিভাগীয় সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে নড়াইল জেলায় দুষ্কৃতীর হাতে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন বলে খবর। এ সময় জখম হন আরও একজন। নড়াইলের কালিয়া উপজেলার ১১ নং পেরুলিয়া ইউনিয়নে বৃহস্পতিবার এই ঘটনা। নিহতের নাম আজাদ শেখ (৩০)। তিনি ১১ নং পেরুলিয়া ইউনিয়ন যুবলিগের সভাপতি সাজ্জাত শেখের বড় ভাই। এ সময় জনি সরদার নামে এক যুবলীগকর্মী জখম হন। এছাড়া রাজবাড়ি জেলায় বসন্তপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত উজ্জামান শুভ গাজী (২৫) খুন হয়েছেন বলে খবর।

এই হামলার নেপথ্যে বিএনপি-জামাত গোষ্ঠী রয়েছে বলে অভিযোগ যুবলীগের। আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এই প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডে জড়িত বিএনপি-জামাতের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *