কলকাতা, ২১ জুলাই (হি. স.) : একুশের কিছু থাকলে কংগ্রেসের করা উচিত। সিপিএমের বিরুদ্ধে করা উচিত। শুক্রবার এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, “সেটা ছিল যুব কংগ্রেসের আন্দোলন। তৃণমূলের ভূমিকা ছিল না। গুলি করেছিল সিপিএম। একুশের মঞ্চ তৃণমূলের মঞ্চ। জনগণের নয়। যদিও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বেঙ্গালুরুতে বসে জগাই মাধাই বিদায় সিটিং মিটিং করে ফেলেছেন। স্বাভাবিকভাবে এখন কে কার বিরুদ্ধে বলা মুশকিল। একুশের মঞ্চ পাগলু ডান্সের নাচ গানের মঞ্চ হয়ে গিয়েছে। সকালে দুপুরে রাতে ডিম ভাত খাওয়া।”