জম্মু, ২১ জুলাই (হি.স.): নির্বিঘ্নে ও মসৃণভাবেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস থেকে অমরনাথ তীর্থযাত্রীদের ১৯-তম দলটি শুক্রবার সকালে কাশ্মীরের বালতাল ও পহেলগাঁও বেসক্যাম্পের দিকে রওনা হয়েছে। দলটিতে রয়েছেন ৪ হাজার ৬৭৫ জন তীর্থযাত্রী। গত পয়লা জুলাই অমরনাথ যাত্রার শুরু হওয়ার পর এ পর্যন্ত ২ লক্ষ ৯৩ হাজার ৭০৩ জন পুন্যার্থী পবিত্র অমরনাথ গুহায় তুষারলিঙ্গ দর্শন করেছেন। আগামী ৩১-শে আগস্ট শেষ হবে বার্ষিক এই তীর্থযাত্রা।
৪,৬৭৫ জন তীর্থযাত্রীর ১৯-তম দলটি শুক্রবার সকালে জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস থেকে কাশ্মীরের বালতাল ও পহেলগাঁও বেসক্যাম্পের দিকে রওনা হয়েছে। ৪,৬৭৫ জনের মধ্যে ১,৮২৫ জন বালতাল বেস ক্যাম্পে যাচ্ছেন এবং ২,৮৫০ জন পহেলগাঁও বেস ক্যাম্পে যাচ্ছেন। পুণ্যার্থীদের মধ্যে ৩৪০০ জন পুরুষ, ১১৮৯ জন মহিলা, ১৬ জন শিশু, ৫৫ জন সাধু, ১২ জন সাধ্বী এবং তিনজন ট্রান্সজেন্ডার রয়েছেন।