নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ জোলাইবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের৷ ঘটনার বিবরনে জানা যায় উত্তর কাকুলিয়ার বাসিন্দা তনু দে (১৯) পেশায় রাজমিস্ত্রী৷ তনু দে বৃহস্পতিবার বাতানবাড়ী এলাকায় কেশব পালের বাড়ীরে কাজ করতেগিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর মুখে ডলেপরে৷ পরবর্তীসময় পরিবারের লোকজন তনু দে কে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তনু দে কে মৃত বলে ঘোষনা করে৷ পরবর্তীসময় সমস্ত আইনি প্রক্রিয়াশেষে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ তনু দের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
2023-07-20