মুখ্যমন্ত্রী বীরেনকে হয় পদত্যাগ, নয়তো বরখাস্তের দাবি মণিপুরের সাংসদ আর লরহোর


– ‘মণিপুরে মহিলাদের নৃশংস যৌন সহিংসতার দায় মুখ্যমন্ত্রীর নেওয়া উচিত’

ইমফল, ২০ জুলাই (হি.স.) : ‘মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিন, নইলে বরখাস্ত করা হোক।’ মণিপুরে দলবদ্ধ ধৰ্ষণ ও দুই ভুক্তভোগীকে নগ্ন করে রাজপথে প্যারেড করানোর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিঙের প্রশাসন চালাতে ব্যর্থতার অভিযোগ তুলে এই দাবি করেছেন আউটার মণিপুরের সাংসদ আর লোরহো এস ফোজ।
আজ বৃহস্পতিবার এক কড়া বিবৃতিতে সাংসদ আর লোরহো এস ফোজ বলেছেন, রাজ্য পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রী বীরেন সিং। রাজ্যে মহিলাদের ওপর যে নৃশংস যৌন সহিংসতা সংগঠিত হয়েছে, তাঁর দায় মুখ্যমন্ত্রীর নেওয়া উচিত। এছাড়া মণিপুরে চলমান সহিংসতা বন্ধেও তিনি ব্যর্থতার নিদর্শন রেখেছেন। কেবল তা-ই নয়, তিনি রাজ্যবাসীর আস্থা ও বিশ্বাসযোগ্যতাও হারিয়েছেন। তাই নারী নির্যাতন সহ গোটা প্রশাসন পরিচালনায় ব্যর্থতার জন্য নৈতিকভাবে তাঁর পদত্যাগ করা উচিত, নয়-তো তাঁকে বরখাস্ত করা হোক, বিবৃতিতে বলেছেন সাংসদ ফোজ।
বিবৃতিতে আউটার মণিপুরের সাংসদ আর লোরহো এস ফোজ আরও বলেছেন, রাজ্যে সৃষ্ট সহিংস পরিস্থিতির শুরু থেকেই জড়িত ছিলেন বীরেন সিং। তিনি অবিলম্বে পরিস্থিতি মোকাবিলা জন্য জরুরি-ভিত্তিতে পদক্ষেপ নিতে সরাসরি কেন্দ্ৰের হস্তক্ষেপ চেয়েছেন। বলম্ব হলে সহিংসতার ধারাবাহিকতা চলতে থাকবে, উদ্বেগ প্রকাশ করে বলেন সাংসদ। বিবৃতিতে কোনও বিশেষ সম্প্রদায়কে দোষারোপ করা থেকে বিরত থাকতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। বলেন, জনগণের আবেগ ও ক্ষোভ সামলাতে দৃঢ় এবং কার্যকর শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তাঁর সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, হতাশা ব্যক্ত করে বলেছেন আউটার মণিপুরের সাংসদ আর লোরহো এস ফোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *