নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে ধীরে ধীরে জলস্তর নামছে যমুনা নদীর। যমুনার জল নামতেই স্বস্তির নিঃশ্বাসও ফেলছেন দিল্লিবাসী, তবুও বুধবারও জলের তলায় থাকল দিল্লির বিস্তীর্ণ এলাকা। দিল্লির রাজঘাট এদিন সকালেও ছিল জলমগ্ন। বন্যা পরিস্থিতি দিল্লির অন্যত্রও। বুধবার সকাল ৬টা নাগাদ যমুনার জলস্তর নেমে ২০৫.২৫ মিটারে পৌঁছয়, যা বিপদসীমার নীচেই।
যমুনার জলস্তর নেমে ২০৫.২৫ মিটারে পৌঁছলেও দিল্লির নানা অংশ এখনও জলের তলায়। যেমন রাজঘাট এলাকা এদিন সকালেও ছিল জলের তলায়। একই পরিস্থিতি দেখা গিয়েছে রাজধানীর অন্যত্রও। দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, তার ওপর যমুনার জলস্তর নামছে তাই খানিকটা স্বস্তিতে দিল্লিবাসী। ধীরে ধীরে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলেই আশা করা হচ্ছে।