নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে নির্মান হচ্ছে দশ শয্যা বিশিষ্ট কাঞ্চনবাড়ি হাসপাতালের নতুন ভবন৷ বুধবার পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে ভবনের নির্মান কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস৷ পরিদর্শনকালে কাজের বরাতপ্রাপ্ত স্থানীয় ঠিকেদারের গাফিলতিতে কাজে অনেকটাই ত্রুটি নজরে আসে মন্ত্রী সহ দপ্তরের আধিকারিকদের৷ দ্রুত এসব ত্রুটি কাটিয়ে ভবনের নির্মান কাজ সম্পন্ন করার বার্তা দেন মন্ত্রী৷ এদিন মন্ত্রীর সাথে ছিলেন ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জেবি ডার্লং সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা৷ এদিন হাসপাতাল পরিদর্শন শেষে কাঞ্চনবাড়ি সুকল এবং বিদ্যুৎ নিগমের কাঞ্চনবাড়ি সাব ডিভিশন অফিসও পরিদর্শন করেন মন্ত্রী৷ বিদ্যুৎ নিগমের অফিস পরিদর্শনকালে অফিসের কর্মীদের গড় হাজির দেখতে পেয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী নিজে৷ হাজিরা খাতায় কর্মীদের নামদামও স্পষ্টভাবে লেখা নেই বলে জানান মন্ত্রী৷ বিদ্যুৎ নিগমের অফিস পরিদর্শনকালে মন্ত্রী দপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য দ্রুত মন্ত্রীকে জানাতে নির্দেশ দেন৷ কাঞ্চন বাড়ি এলাকায় বিদ্যুৎ বেগমের কাজকর্মে রীতিমতো অসন্তোষ প্রকাশ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশ দিয়েছেন মন্ত্রী৷
2023-07-19