ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই।। তৃতীয় দিনে আজ ফের প্রস্তুতি ম্যাচ হয়েছে। সোমবার, দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেস্তে গেলেও আজ প্রস্তুতি ম্যাচের ফয়সালাও হয়েছে। অর্কজিতের নেতৃত্বাধীন টিসিএ টিম-এ ইনিংস সহ ১১ রানের ব্যবধানে জয়ী হয়েছে। যদিও জয় পরাজয় এই প্রস্তুতি ম্যাচে কোনও মানে রাখে না। কেননা ৩২ জন খেলোয়ারকে দু ভাগে ভাগ করে কোচ এবং স্পটাররা মূলতঃ বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের রাজ্য দল গঠনের লক্ষ্যে ধর্মনগরে তিন দিনের এই প্রস্তুতি কাম সিলেকশন ম্যাচের আয়োজন করেছিল। দ্বিতীয় দিন বৃষ্টিতে মাঠে খেলা সম্ভব হয়নি তবে কোচ খেলোয়াড়দের বিভিন্ন রকমের ট্রেণিং করিয়েছে প্রথম দিনের খেলায় ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি যে ভুল ত্রুটি গুলো হয়েছিল সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছে। আজ, মঙ্গলবার তৃতীয় দিনের খেলায় টিম-এ তাদের দ্বিতীয় ইনিংসে ১০৭ রান সংগ্রহ করে দলের পক্ষে অর্কজিৎ সাহা সর্বাধিক ৩৩ রান পায়। জবাবে ব্যাট করতে নেমে টিসিএ বি-দল তাদের দ্বিতীয় ইনিংসে ৩৭ রান সংগ্রহ করে। ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা তারা কেটে উঠতে পারেনি। সবমিলে কোচেরাও চেষ্টা করে যাচ্ছেন ব্যালান্সড একটা টিম গঠন করার জন্য।
2023-07-18