ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই।।উত্তরাখন্ডে কাশিপুরে জাতীয় সিনিয়র পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৮-১৩ আগস্ট হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা। আসরে অংশ নিতে ত্রিপুরা দল গঠনের লক্ষ্যে নির্বাচনী শিবির ২০ জুলাই। ওইদিন এন এস আর সি সি-র ভারোত্তোলন হলে সকালে সাড়ে ১০ টায় হবে নির্বাচনী শিবির। রাজ্যের বিবিন্ন জেলা থেকে শিবিরে অংশ নিতে ইচ্ছুক সিনিয়র খেলোয়াড়রা ওই দিন যথাসময়ে রাজ্য সংস্থার সহসভাপতি সঞ্জয় আচার্য-র কাছে রিপোর্ট করার জন্য সচিব নারায়ন চন্দ্র দেবনাথ অনুরোধ করেছেন।
2023-07-18