বি-ডিভিশন লিগ ফুটবল জমজমাট পুলিশকেও হারালো কল্যাণ সমিতি

কল্যাণ সমিতি: ৪

ত্রিপুরা পুলিশ: ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই।। জয়ের ধারা অক্ষুণ্ন কল্যাণ সমিতির। টানা চার ম্যাচে জয় অব্যাহত রেখে খেতাবের লক্ষ্যে এগোতে চাইছে কল্যাণ সমিতির ফুটবল দল। অপরাজিত কল্যাণ সমিতি আপাতত পয়েন্ট তালিকার শীর্ষস্থান টিও ধরে রেখেছে। অন্ততপক্ষে আর দুটো ম্যাচ জয়ী হতে পারলে খেতাব অনেকটাই নিশ্চিত করে নিতে পারবে শহর দক্ষিণের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কল্যাণ সমিতি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ঘরোয়া বি-ডিভিশন লিগ ফুটবলের ১৩তম ম্যাচে আজ, মঙ্গলবার কল্যাণ সমিতি ৪-২ গোলের ব্যবধানে পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে টানা চতুর্থ জয় অব্যাহত রেখেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। প্রাথমিক পর্যায়ে আধঘণ্টারও বেশি সময় ধরে উত্তেজনা পূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই বিরাজ করলেও ৩৮ মিনিটের মাথায় লালরিয়াত রেঙ্গার গোলে কল্যাণ সমিতি ১-০তে লিড নেয়। প্রথমার্ধের খেলার ইনজুরি টাইমে লালপেক্ট লুনুঙ্গা আরও একটি গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে ফের লালরিয়াত রেঙ্গার আরেকটি গোল করলে ব্যবধান ৩-০ হয়। পক্ষান্তরে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব এতক্ষণে যেন আক্রমণের চেহারা পাল্টে অনেকটা অলআউট খেলার প্রয়াস নেয়। অবশেষে ৬০ মিনিটের মাথায় সৈকত দেব এবং নয় মিনিট বাদে সুমেন ওরাং পরপর দুটো গোল করে ব্যবধান কমিয়ে দুই-তিন করে নেয়। পরবর্তী সময়ে ম্যাচে আক্রমণ প্রতি আক্রমণের চেহারা আরও কিছুটা তীব্রতর হয়। তবে দু মিনিট বাদে ফিলিমন রিয়াং কল্যাণ সমিতির পক্ষে চতুর্থ গোলটি করলে ব্যবধান ৪-২ হয়। অতঃপর আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে পরবর্তী ১৯ মিনিটের খেলা চললেও কার্যত আর কেউ গোলের খোঁজ পায়নি। তবে এই সময়েই বিজয়ী কল্যাণ সমিতির লাল রামুয়ান পউইয়আকএ রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, শিবজ্যোতি চক্রবর্তী, কার্তিক দাস ও সুকান্ত দত্ত। দিনের খেলা: ভারতরত্ন সংঘ বনাম মৌচাক ক্লাব, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *