বেঙ্গালুরু, ১৮ জুলাই (হি.স.): প্রয়াত হয়েছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডি। মঙ্গলবার ভোর ৪.২৫ মিনিট নাগাদ বেঙ্গালুরুর ইন্দিরা নগরের চিন্মায়া মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে প্রবীণ এই রাজনৈতিক নেতার বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার সকালে ওমেন চান্ডির মৃত্যুর দুঃসংবাদ সর্বপ্রথম জানান তাঁর ছেলে চন্ডী ওমেন। এরপর কেরলের প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ টুইট করে জানান, “কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডি প্রয়াত।”
প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডির প্রয়াণে শোকের আবহ কেরল-সহ দেশের রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন জানিয়েছেন, “ওমেন চান্ডি একজন দক্ষ প্রশাসক ছিলেন। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি মানুষের জীবনে সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর প্রয়াণে শোকাহত।” ওমেন চান্ডির প্রয়াণে কেরলে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
ওমেন চান্ডির প্রয়াণে শোকাহত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। খাড়গে শোকবার্তায় জানিয়েছেন, জনসাধারণের নেতা হিসেবে দীর্ঘ সময় মানুষের পাশে ছিলেন ওমেন চান্ডি, তাঁর প্রয়াণে ব্যথিত। প্রসঙ্গত, ২০০৪-২০০৬ এবং ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত দু’বার কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন ওমেন চান্ডি। চান্ডি কে করুণাকরণ এবং এ কে অ্যান্টনির নেতৃত্বাধীন বিভিন্ন সরকারে শ্রম, স্বরাষ্ট্র এবং অর্থমন্ত্রী হিসাবেও কাজ করেছিলেন ওমেন চান্ডি। তিনি কেরল বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।