বেঙ্গালুরু, ১৮ জুলাই (হি.স.): প্রবীণ কংগ্রেস নেতা ও কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির প্রয়াণে শোকস্তব্ধ কংগ্রেস শিবির। ওমেন চান্ডির প্রয়াণে কংগ্রেস শিবিরে নেমে এসেছে শোকের আবহ। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বলেছেন, ওমেন চান্ডির প্রয়াণে গোটা কংগ্রেস ও ডেমোক্রেটিক মুভমেন্ট অফ কেরলের বড়সড় ক্ষতি হয়ে গেল।”
মঙ্গলবার সকালে বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেণুগোপাল বলেছেন, “ওমেন চান্ডি ছিলেন মানুষের নেতা। তাঁর পরিশ্রমী মনোভাব ছিল। বর্তমান কেরল রাজনীতিতে তাঁর কর্মশৈলীর তুলনা নেই। তিনি কখনই নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেননি এবং শুধুমাত্র জনগণের জন্য কাজ করেছেন…এটি একটি বৃহত্তর স্তরের সভা (বিরোধীদের সভা), শোক প্রকাশের সঙ্গে আমরা সভাটি চালিয়ে যাব যা আমরা সিদ্ধান্ত নিয়েছি।”